শনিবার (২৯ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের সামনে এ বিক্ষোভ করেন তারা।
সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা ১৮৬ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের আয়োজন করে সরকার। এ আয়োজনে অংশ নিয়ে শুরুতেই ছাত্র আন্দোলনের সময় দুবাই কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার দাবি করেন প্রবাসীরা। বলেন, তাদের বিরুদ্ধে আমিরাত সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি।
বিক্ষুব্ধদের বারবার শান্ত করার চেষ্টা করেন আসিফ নজরুল। এক পর্যায়ে তিনি বলেন, যে সব কূটনীতিকরা জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তাদের শাস্তির আওতায় আনা হবে।
আরও পড়ুন: জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে থাকা কূটনীতিকরা শাস্তির আওতায় আসছেন
আসিফ নজরুল আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে।
একই দিন আইন মন্ত্রণালয়ের আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন আইন উপদেষ্টা। বলেন, বিগত ১৫ বছরে উচ্চ আদালতে বিচারের নামে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে।
উচ্চ আদালতে মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে শিগগিরই অধ্যাদেশ তৈরি হচ্ছে বলেও জানান উপদেষ্টা।
]]>