গোলের শুরুটা হয় ম্যাচের ৩০তম মিনিটে। লিভারপুলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ডি-বক্সে আলগা বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড। তার দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। সালাহ'র পাস থেকে গোল করেন তিনি।
আরও পড়ুন: হামজাদের হারিয়ে জয়ে ফিরল সিটি
ম্যাচের ৪৪তম মিনিটে সালাহ নিজেই গোল করে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন। বিরতির পর আরও দুই গোল হজম করে ওয়েস্ট হ্যাম। ৫৪তম মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন ট্রেন্ড আর্নল্ড। আর লিভারপুলের পঞ্চম গোলটি আসে দিয়েগো জোতার পা থেকে।
১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। এদিকে ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে ওয়েস্ট হ্যাম।