সরাসরি চুক্তিতে হাসান ও সৌম্যকে দলে নিল নোয়াখালী

৪২ মিনিট আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নানা নাটকীয়তায় একদম শেষ মুহূর্তে দল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে দল গোছানো শুরু করেছে তারা। আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়োগ শুরু করেছে।

সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে নিয়েছে নোয়াখালী। তাদের জার্সি গায়ে জড়াবেন সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ। এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসে। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।


এবারের বিপিএলে নোয়াখালীর মালিকানা পেতে আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড। প্রাথমিক যাচাই-বাছাইয়েই বাংলা মার্ক বাদ পড়ে। দেশ ট্রাভেলস এবং নাবিল গ্রুপ, দুই প্রতিষ্ঠানই ২ দফা বাছাইয়ে টিকে যাওয়ায় নাবিল গ্রুপকে রাজশাহী ওয়ারিয়র্স এবং দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিয়েছে বিসিবি।


আরও পড়ুন: সিলেটের হয়ে বিপিএল মাতাবেন সাইম আইয়ুব 


৬টি দল নিয়ে ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসর একটু আগেভাগে শেষ করতে চাইছে বিসিবি। এবারের আসর আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে।

]]>
সম্পূর্ণ পড়ুন