রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের কালুর গোষ্ঠীর সঙ্গে একই এলাকার ধনমিয়ার গোষ্ঠীর দীর্ঘদিন ধরে জমিজমাসহ গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
আরও পড়ুন: বগুড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
সংঘর্ষ চলাকালে টেঁটা বিদ্ধ হয়ে ধনমিয়া পক্ষের বৃদ্ধ আরফোজ আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আহত ফারুক মিয়া ও তার স্ত্রী নাসিমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, জমি ও গ্রাম্য আধিপত্য নিয়ে কালুর গোষ্ঠী ও ধনমিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ প্রাণ হারান। আহত অবস্থায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·