সমাবেশে ঝড় তোলা থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা!

২ সপ্তাহ আগে
সাম্প্রতিক এক সমাবেশ দিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। ক্ষমতাসীন বিজেপিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এবং নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনেকের প্রশংসাও পান তিনি। কিন্তু প্রচারে নামতে না নামতেই বিতর্কে নাম জড়াল দক্ষিণের এই সুপারস্টারের

ভারতীয় গণমাধ্যমের খবর, জনসভায় থালাপতি বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সুপারস্টার তথা ‘তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)’-এর প্রতিষ্ঠাতা বিজয়ের বিরুদ্ধে ইতোমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। এতে তার দেহরক্ষীদের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে।

 

জানা গেছে, আসন্ন বিধানসভা ভোটের আগে গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে টিভিকে’র জনসভায় যোগ দিয়েছিলেন থালাপতি বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। 

 

অভিযোগ, ওই সমাবেশে উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। কিন্তু তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে। 

 

আরও পড়ুন: ‘সিংহ শিকারের জন্যই বের হয়’, মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি!

 

২১ আগস্টের সমাবেশের একটি ভিডিও ভারতীয় সংবাদ সংস্থা এএনআই শেয়ার করেছে। তাতে দেখা যায়, টিভিকে-প্রধান বিজয় র‍্যাম্পে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তিকে র‍্যাম্প থেকে ছিটকে পড়তে। অভিযোগ, বাউন্সাররা তাদের ঠেলে ফেলে দেন। র‍্যাম্প অন্তত সাত ফুট উঁচু ছিল। 

 

#WATCH | Tamil Nadu | TVK chief and actor Vijay, addresses party workers who have gathered in Madurai for the party conference pic.twitter.com/y3LYZjZMHD

— ANI (@ANI) August 21, 2025

 

এরপরই শরৎ কুমার নামের এক ব্যক্তি পেরাম্বালুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, বিজয়কে ঘিরে থাকা বাউন্সাররা তাকে মারধর করে এবং ছুড়ে ফেলে দেয়। 

 

মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি টিভিকে’র প্রধান এবং তার বাউন্সারদের বিরুদ্ধে অভিযোগ জানালে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। 

 

আরও পড়ুন: ‘মুসলিমবিরোধী’ নাগরিকত্ব আইন গ্রহণযোগ্য নয়: থালাপতি বিজয়

 

২১ তারিখের জনসভাতেই বিজয় ঘোষণা করেন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেট্রি কাজাগম একাই লড়বে। ২০২৪ সালে তিনি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। সুপারস্টার বিজয় ভোটের ময়দানে নামতেই তাকে দেখতে ভিড় ভক্তদের। সেই ভিড়ের ফলেই এই ঘটনা বলে অনুমান।

 

সূত্র: এনডিটিভি, এই সময়
 

]]>
সম্পূর্ণ পড়ুন