ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিদিনই রাতে ঘুমানোর আগে এক্স হ্যান্ডেলে নিজের কিছু কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন অমিতাভ। প্রতিদিনের মতো সোমবার (১৪ এপ্রিল) অমিতাভ তার ফলোয়ারদের উদ্দেশে একটি পোস্ট শেয়ার করেন।
লেখেন, অনেক চেষ্টা করেও ৪৯ মিলিয়নকে ৫০ মিলিয়নে তুলে নিয়ে যেতে পারছি না। যদি কোনো সমাধান থাকে আমাকে বলুন!
আরও পড়ুন: রেখার যে মন্তব্যে ঝড় উঠেছিল বচ্চন পরিবারে!
অমিতাভের এমন পোস্ট নেটিজেনদের চোখে পড়তেই মন্তব্য করতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, কাপল ছবি পোস্ট করুন। এতে বেশি ভক্ত মেলে। আরেকজন লেখেন, রেখা জির সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট দিন, দারুণ কাজে আসবে। বেশিরভাগ ভক্তই এ মন্তব্যে সহমত পোষণ করেন।
আরও পড়ুন: বিয়ের এক বছরে স্বামীর আত্মহত্যা, কার নামে এখনও সিঁদুর পরেন রেখা?
বলিউড শাহেনশাহ ভক্তদের এ পরামর্শ গ্রহণ করবেন কি করবেন না, সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে তার এমন স্ট্যাটাসে একটি বিষয় স্পষ্ট যে, এখনও পছন্দ সই ফলোয়ার সংখ্যা না পেলেও ভক্তদের ভালোই বিনোদন দিতে পারেন কিংবদন্তি এ বলিউড মেগাস্টার।