বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ডাবল ব্রিজ এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ’আমাদের সময় সীমিত, হয়তো আর ৫–৬ মাস আছি। এর মধ্যেই কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করে যাবো। যাতে কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার না করা যায়।’
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘জমির টপ সয়েল যেন ইটভাটা মালিকদের কাছে বিক্রি না করেন। টপ সয়েল নষ্ট হলে উৎপাদন কমে যায়।’
আরও পড়ুন: রাজনৈতিক বিবেচনায় কোনো ডিলারশিপ নয়: কৃষি উপদেষ্টা
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোডস অ্যান্ড হাইওয়ে যদি কোনো রাস্তা তৈরি করে, তাহলে জমির মালিককে তিনগুণ মূল্য দিতে হবে। একইভাবে এলজিইডিকেও জমির ন্যায্য মূল্য প্রদান করতে হবে। তাহলেই কৃষি জমির মধ্য দিয়ে ক্ষমতাশালীরা রাস্তা নিতে পারবে না।’
ভূমিদস্যু ও ইটভাটায় যেন কৃষি জমি নষ্ট না হয় এবং বসতবাড়ি তৈরি না হয় সে ব্যাপারে হুশিয়ারি দেন তিনি। জেলা প্রশাসককে ইটভাটার অনুমোদনের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন এবং কৃষির টপ সয়েল রক্ষায় ইটভাটা কমিয়ে আনার পরামর্শ দেন।
পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এগুলো বন্ধ করতে পারলে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে সক্ষম হবেন। এ বিষয়ে ইতিমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’
পরে তিনি সিংগাইরের একটি পেঁপে মাঠ পরিদর্শন করেন, চাষিদের সঙ্গে কথা বলেন এবং কৃষি বিষয়ে পরামর্শ দেন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম, কৃষি কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরীসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
]]>