বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফেসবুকে এ খবর জানান তৌসিফ। একটি লাল রংয়ের ব্যাকগ্রাউন্ডে সাদা রংয়ের শব্দে লেখেন, ‘খোয়াবনামা’, আজ সন্ধ্যা ৭টায়।
অস্বস্তি, রহস্য আর ভয়—এই তিন উপাদান ঘিরেই নির্মিত হয়েছে নতুন নাটকটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নাটকের একটি ভিডিও ভাইরাল হলে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ওই ভিডিওতে দেখা যায়, কবরে এক লাশের সঙ্গে দেয়া হচ্ছে বিশাল আকারের ৬টি সাপ। যা দেখে রীতিমতো চমকে ওঠে দর্শক।
নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কোনো গ্রাফিক্সের সাহায্য না নিয়ে তৈরি করা হয়েছে। এ নাটকে সাপের সঙ্গে সাহসী অভিনয় করতে দেখা যাবে অভিনেতা তৌসিফকে।
আরও পড়ুন: কবরে লাশের সঙ্গে ৬টি সাপ, যা জানালেন তৌসিফ?
তৌসিফ ছাড়াও এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। নাটকে তার চরিত্রের নাম রূপা। নাটকের কাহিনি জানা না গেলেও ধারণা করা হচ্ছে, নাটকটিতে থাকবে স্বপ্ন, দুঃস্বপ্ন কিংবা অদৃশ্য কোনো জগতের গল্প।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন চঞ্চল
প্রসঙ্গত, ভিকি জাভেদ পরিচালিত ‘খোয়াবনামা’ ২৮ আগস্ট সন্ধ্যা ৭টায় ক্যাপিটাল ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
]]>