সন্দীপ কী এমন করেছেন, যে দিনটি ভুলে যাওয়ার মতো? আইপিএলে এক ওভারের জন্য যৌথভাবে সর্বোচ্চ বল করার ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারের জন্য রাজস্থান রয়্যালস পেসারকে করতে হয়েছে ১১ বল। এর মধ্যে ৪টি ওয়াইড, একটি নো।
১১ বলের ওভার করলেও ৪ ওভারে সন্দীপ খরচ করেছেন মোটে ৩৩ রান। যদিও কোনো উইকেট পাননি তিনি। তাদের বিপক্ষে দিল্লি ৫ উইকেটে করেছে ১৮৮ রান।
আরও পড়ুন: জুয়াড়ির সন্ধান পেয়ে আইপিএলের দলগুলোকে বিসিসিআই যে নির্দেশনা দিল
সন্দীপের মতো এই আসরে আরও একজন ১১ বলের ওভার করেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্ট অলরাউন্ডার শার্দুল ঠাকুর ১১ বল করেছিলেন। তার মধ্যে ৫টিই ছিল ওয়াইড।
আইপিএলে ১১ বলের ওভার করার নজিরটি প্রথম দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার সময় মুম্বাইয়ের বিপক্ষে ১১ বল করতে হয়েছিল তাকে। পরদিন লখনৌর বিপক্ষে ম্যাচে চেন্নাই সুপার কিংসের তৎকালীন পেসার তুষার দেশপান্ডে সিরাজের পাশে বসেন।