সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

১ সপ্তাহে আগে
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রমনা থানা জামায়াতের উদ্যোগে রাজধানীর মালিবাগ মোড় থেকে বাংলামোটর মোড় পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

 

রমনা থানা জামায়াতের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ ফারুক, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য আবু মুসা, আহমেদ আলী সরকার, নজরুল ইসলাম প্রমুখ।

 

আরও পড়ুন: রাজধানীর ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

 

বিক্ষোভ মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে মৌচাক ও মগবাজার সড়ক প্রদক্ষিণ করে বাংলামোটরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন