সদরঘাটে ঈদের হাওয়া, নাড়ির টানে বাড়ি ফেরা শুরু

১ সপ্তাহে আগে
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর সদরঘাটে। সারাবছর নৌপরিবহন শ্রমিকরা অলস সময় পার করলেও ঈদ উপলক্ষে বেড়েছে ব্যস্ততা। হাঁকডাকে লঞ্চঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

বুধবার (২৬ মার্চ) থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু করলো লঞ্চগুলো। অনেকটা স্বস্তিতে পরিবারকে সময় দিতে শেকড়ের টানে নদীপথে বাড়ি ফিরছেন দক্ষিণ বঙ্গের মানুষেরা।

 

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সমাগম বাড়লেও এখনও পুরো জমে উঠেনি সদরঘাট। এছাড়া টার্মিনালমুখী রাস্তায় তীব্র যানজটের কারণে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলে অভিযোগ লঞ্চ শ্রমিকদের।

 

লঞ্চের স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন অগ্রিম টিকিট তেমন বিক্রি হয় না। যাওয়ার উদ্দেশ্যে এলেই সহজে টিকিট পাওয়া যায়। কেবিন, সোফা কিংবা লঞ্চের ডেকের ভাড়া আগের মতোই রয়েছে।

 

আরও পড়ুন: যাত্রী কল্যাণ সমিতি / ঈদযাত্রায় বকশিশের নামে ৮৩২ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়

 

এদিকে বাড়ি ফেরা মানুষেরা জানান, ঈদ যত এগিয়ে আসবে, ভিড় আস্তে ধীরে বাড়বে। তখন ছেলেমেয়ে নিয়ে বাড়ি যাওয়া একটু বেশি কষ্ট হয়ে যায়। তাই আগেভাগেই অনেকে রাজধানী ছাড়ছেন। 

 

এদিকে লঞ্চ মালিক-শ্রমিকদের প্রত্যাশা ২৭ রমজান থেকে লঞ্চের যাত্রী আরও বাড়বে। সদরঘাট থেকে এবার ৫০টি রুটে ১৭৫টি লঞ্চ যাত্রী পারাপার করবে। ভোগান্তিহীন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের আশা বন্দর কর্তৃপক্ষের।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন