বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ এটা আমাদের সবার নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যে কারণে আমরা প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার জন্য তিনদিনের সময় দিয়ে উচ্চপর্যায়ের এই কমিটি করেছি।’
তিনি আরও বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদের জরুরি বৈঠক হয়েছে। সেখানে এই কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।’
আরও পড়ুন: ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ
এর আগে সচিবালয়ে লাগা ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করে দেয় সরকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটির কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে উচ্চপর্যায়ের কমিটি করল সরকার।