বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটকুনীয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
বড়বালা গ্রামে নয়নের জানাজায় শত শত মানুষ অংশ নেন। অনেকেই তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, নয়ন ছিলেন এলাকার গর্ব। তার বিদায় এলাকাবাসী ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।
আরও পড়ুন: ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা
স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন দরিদ্র পরিবারের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার। সেই লক্ষ্যেই ফায়ার সার্ভিসে যোগদান করেন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন রক্ষার ব্রত নিয়ে এগিয়ে যাওয়া নয়ন নিজের কর্তব্যে ছিলেন দৃঢ়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের সময় জীবন বাজি রেখে তিনি সহকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। কিন্তু দায়িত্ব পালন করা অবস্থায় কাবার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর আর ফিরে আসতে পারেননি নয়ন। নয়নের সাহসিকতা ও আত্মত্যাগ দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নয়নের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
আরও পড়ুন: যেভাবে ধরা পড়ল ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেয়া কাভার্ডভ্যান চালক
প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
]]>