সকালে নাস্তা করতে বেরিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

৩ সপ্তাহ আগে
কক্সবাজারে কুতুবদিয়ার কৈয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোস্তফা বাপ্পী (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আরমান হোসেন।

 

নিহত মোস্তফা বাপ্পী কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মতি বাপের বাড়ি এলাকার কায়মুল হুদার ছেলে।

 

ঘটনায় গ্রেফতার আকতার হোসেন (২৯) কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকার শফিকুর রহমানের ছেলে।

 

আরও পড়ুন: স্ত্রী-মেয়ে হত্যা: কুতুবদিয়ায় স্বামীসহ গ্রেফতার ৩

 

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মোস্তফা বাপ্পী পার্শ্ববর্তী কৈয়ারবিল সেন্টার এলাকার স্থানীয় একটি দোকানে নাস্তা করতে যান। এসময় আকতার হোসেন নামের এক ব্যক্তি সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে ইজিবাইক যোগে আসা এক ব্যক্তির সঙ্গে মোস্তফা বাপ্পীর মধ্যে কথা কাটাকাটির হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বাপ্পী সেখান থেকে দৌঁড়ে পালিয়ে আসার সময় মাটি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: কুতুবদিয়ায় জাল নোট তৈরির মূল কারিগরসহ আটক ৪

 

তিনি জানান, অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন