সকাল ৯টা পর্যন্ত নদীবন্দরে সতর্কবার্তা

৪ সপ্তাহ আগে
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ সতর্কবার্তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

এতে বলা হয়, রাত ১টা থেকে পরবর্তী ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

 

তাই এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সতর্কসংকেত দেখাতে হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরদিন শনিবার (১৪ ডিসেম্বর) শেষ রাত থেকে রোববার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

]]>
সম্পূর্ণ পড়ুন