সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের, নির্বাচন বিষয়েও জানতে চেয়েছে দেশটি: তৌহিদ হোসেন

১ সপ্তাহে আগে
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তী সরকারের অধীন চলমান সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই ফোনালাপে শিগগিরই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে।

 

যুক্তরাষ্ট্র বাংলাদেশে চলমান সংস্কারকে সমর্থন করে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে চলমান সংষ্কারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। ফোনালাপে প্রধান উপদেষ্টাকে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। এছাড়া যথাযথ সময়ে নির্বাচন আয়োজনের বিষয়েও কথা হয়েছে।  

 

এ সময় ঢাকায় জাতিসংঘের হিউম্যান রাইটস কার্যালয় খোলার বিষয়টি এখনও খসড়া পর্যায়ে আছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মালেশিয়ার কাছে ৩৬ বাংলাদেশি গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশি গ্রেফতারের বিষয়টি অন্যান্য দেশে ভিসা পেতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি।

 

আরও পড়ুন: তেহরান থেকে বাংলাদেশিরা নিরপদ স্থানে চলে গেছেন: ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

 

এ সময় প্রবাসীদের সেবা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া চীন-পাকিস্তানের সঙ্গে কোনো জোট হয়নি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

তৌহিদ হোসেন বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনে টালবাহানার কিছু নেই, দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে পানির ন্যায্য হিস্যা আদায় করতে চায় বাংলাদেশ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন