সংস্কার, নির্বাচন এবং বিচারের সম্মিলিত রোডম্যাপ চাই: ব্যারিস্টার ফুয়াদ

১ সপ্তাহে আগে
অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার, নির্বাচন এবং বিচারের সম্মিলিত রোডম্যাপ দাবি করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

ফুয়াদ বলেন, সংস্কার, নির্বাচন এবং বিচারের সম্মিলিত একটি রোডম্যাপ আমরা চাই। আমাদের নির্বাচনের প্রয়োজন আছে সংস্কারে জন্য, সংস্কারের প্রয়োজন আছে নির্বাচনের জন্য। আবার সুষ্ঠু বিচার নিশ্চিতের মাধ্যমেই এই দুটোর বাস্তবায়ন হবে। অতএব সম্মিলিত ঐকমত্যের কোনো বিকল্প নাই।

 

অন্তর্বর্তী সরকারকে গণঅভ্যুত্থানের সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার হচ্ছে একটা গণঅভ্যুত্থানের সরকার এবং বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এত পরিমাণ জনসমর্থন জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই।

 

তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের এপিসোডের পরে সফল গভার্ন্যান্সের এপিসোড হবে ড. ইউনূসের এপিসোড। তবে এটা নির্ভর করবে সবার ঐকমত্যের ভিত্তিতে। ড. ইউনূস যদি দুই-তিন চার বছর থাকতে পারেন, বাংলাদেশটা আসলেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত পাঁচ দশক ধরে ছিল সেই আকাঙ্খার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব। 

 

আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে জাতীয় বৈঠকের আহ্বান এবি পার্টির চেয়ারম্যানের

 

এ জায়গাতেই সংস্কার বিচার নির্বাচন একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক বলে মনে করেন না ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এর পুরোটা মিলেই হচ্ছে একাত্তরের মুক্তির লড়াই, এর পুরোটা মিলিয়ে হচ্ছে ২৪ এর গণঅভ্যুত্থান। কিন্তু এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐকমত্যের ভিত্তিতে।

 

তিনি দাবি করেন, সংস্কার বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ ঘোষণা করেন। যে রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কীভাবে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নেয়া যায় সে লক্ষ্যে এগিয়ে যাবো।

 

আরও পড়ুন: ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মজিবুর রহমান

 

এ সময় দেশের যেকোনো পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে গণতন্ত্র কেবল নামমাত্র থাকবে না, বরং তা কার্যকরভাবে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবে। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আমরা সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই, কারণ গণমাধ্যমই সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর।

 

আয়োজিত মতবিনিময় সভায় এবি পার্টির জেলা ও মহানগর নেতৃবৃন্দ ও বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন