শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নেন তিনি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ সংলাপের আয়োজন করে।
মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সরকারের তরফ থেকে একপাক্ষিক কোনো সিদ্ধান্ত হবে না। রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসা হবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, কোন সংস্কারগুলো আগে করতে হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। রাষ্ট্র ঠিক না হলে ঐক্য দিয়ে কী হবে?
আরও পড়ুন: ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় আমাদের ঐক্যে পৌঁছাতে হবে: নাহিদ ইসলাম
উপদেষ্টা বলেন, ‘কেউ হুমকি দিলে তাকে ট্রেস করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা চাই সরকারকে বেশি বেশি প্রশ্ন করা হোক। এতে কাজে গতি বাড়ে।’
জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসার কাজ একটু ধীরে চলছে। যারা প্রান্তিক অঞ্চলে আছে, তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে, তার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেয়া হচ্ছে।