শুক্রবার (৪ এপ্রিল) ব্যক্তিগত ফেসবুক আইডিতে অভিনেত্রী মাহি একটি ছবি আপলোড করেন। আপলোড করা ছবিতে হলুদ রংয়ের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী।

ক্যাপশনে লেখেন, খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিকাছে। কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য। এরপরই ভালোবাসার লাল রংয়ের হার্টের ইমোজি জুড়ে দেন তিনি।
মাহি আরও লেখেন, কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবো না, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো।
আরও পড়ুন: গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরীমণির বিরুদ্ধে জিডি
স্ট্যাটাসের শেষে অভিনেত্রী লেখেন, খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা। সিনেমার নায়ক, নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে। এরপর আবারও একটি ভালোবাসার লাল রংয়ের হার্টের ইমোজি জুড়ে দেন তিনি।
আরও পড়ুন: ‘তুফান’কে ছাড়িয়ে ‘বরবাদ’, ব্ল্যাকে টিকিট বিক্রি নিয়ে হুলস্থুল!
মাহির এমন স্ট্যাটাসের পরই জল্পনা কল্পন শুরু নেটিজেনদের মধ্যে। আবারও অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সে সুখবরই আন্দাজ করছেন ভক্তরা।
]]>