সংঘর্ষ: ঢামেকে চিকিৎসা নিলেন ঢাকা ও সিটি কলেজের ৯ শিক্ষার্থী

৩ সপ্তাহ আগে
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন বাসযাত্রীসহ অন্তত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের হাসপাতালে আনার পর চিকিৎসা দেয়া হয়।

 

আহতরা হলেন: ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫), তানভির ইসলাম তুহিদ (২৪) ও সিয়াম এবং সিটি কলেজের শামীম (১৮) ও বাসযাত্রী সানি (৩২)।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক সময় সংবাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়।

 

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় ১৫ জনের অধিক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।

 

তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইনের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন শিক্ষার্থী।  

 

আরও পড়ুন: সিটি কলেজ বন্ধ ঘোষণা

 

এদিকে, চলমান সংঘর্ষের পাঁচ ঘণ্টা পেরোলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো সায়েন্সল্যাব এলাকায়। থেমে থেমে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটছে। সংঘর্ষের ঘটনায় নিউমার্কেটের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শুধু চালু আছে ধানমন্ডি থেকে সায়েন্সল্যাব মোড় হয়ে শাহবাগ রুটের গাড়ি।

 

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সিটি কলেজের শিক্ষার্থীরা আগে হামলা চালিয়েছে।

 

আর সিটি কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের। ভাঙচুর করে কলেজের স্থাপনা।

]]>
সম্পূর্ণ পড়ুন