আর মাত্র দুদিন পর শেষ হচ্ছে চৈত্রের খরতাপ। চৈত্রের শেষ দিন সংক্রান্তির মাধ্যমে বিদায় জানানো হবে পুরোনোকে। সেইসঙ্গে পহেলা বৈশাখে নতুন বছরকে স্বাগত জানাবে বাঙালি জাতি। বাংলা বর্ষবরণে আনন্দ শোভাযাত্রাসহ থাকছে বিভিন্ন আয়োজন। দুটি দিনেই আবহাওয়া কেমন থাকবে, তা জানার ইচ্ছা রয়েছে কমবেশি সবার।
আবহাওয়া অফিস বলছে, ১৩ ও ১৪ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এ সময় আবহাওয়া অনেকটা শীতল থাকবে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
দ্বিতীয় ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুদ্ধ থাকতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
তৃতীয় ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে।
আরও পড়ুন: দিনভর রোদে পোড়া রাজধানীতে স্বস্তির বৃষ্টি
চতুর্থ ২৪ ঘণ্টায় আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর শেষ ২৪ ঘণ্টায়ও আট বিভাগে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
]]>