ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই যথেষ্ট: ডা: জাহিদ

৪ সপ্তাহ আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে, ষড়যন্ত্র করবেন- তাদের রুখে দেয়ার জন্যে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই যথেষ্ট।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে কুলাউড়া ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত এ কর্মী সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সম্পাদক মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট আবেদ রাজাসহ অনেকে।


আরও পড়ুন: আমরা প্রতিবেশীসুলভ অবস্থান বজায় রাখতে চাই: ডা. জাহিদ হোসেন


ডা: এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, তারেক রহমানের দেয়া ৩১ দফা পাড়া মহল্লা গ্রামের এমনকি পরিবারের সবাইকে বুঝাতে হবে। এই একত্রিশ দফাকে জনগণের দফায় রূপান্তর করতে পারলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে।


তিনি আরও বলেন, যারা তারেক রহমানের সৈনিক তারা মানুষের আস্থা অর্জন করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন