ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান

৪ সপ্তাহ আগে
স্বৈরাচাররা পালালেও দেশে এখনও তাদের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 


তারেক রহমান বলেন, বাংলাদেশে গণতন্ত্র বিভিন্নভাবে বাঁধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাই গণতন্ত্র রাখা গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে। মানুষের ভোটের অধিকার অর্থাৎ গণতন্ত্র অব্যাহত রাখা গেলে দেশ এগিয়ে যাবে।


তিনি বলেন, স্বৈরাচাররা পালিয়ে গেছে কিন্তু তার লেজ রয়ে গেছে। সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।


তিনি আরও বলেন,  বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।


আরও পড়ুন: ষড়যন্ত্র শুরু হয়েছে, শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত: তারেক রহমান


সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছের সভাপতিত্বে অনুষ্ঠানে কয়েকজন কেন্দ্রীয় নেতা ছাড়াও বিভাগের পাঁচ সাংগঠনিক জেলার শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন