শ্রীলঙ্কাকে উড়িয়ে টানা চার জয় বাংলাদেশের

২ সপ্তাহ আগে
এএইচএফ কাপ হকির চলতি আসরের শুরু থকেই রীতিমতো দাপট দেখাচ্ছে বাংলাদেশ। কাজাখস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর গ্রুপের বাকি দলগুলোকেও হারের স্বাদ দিয়েছে পুস্কর খিসা মিমো-সবুজরা। সবশেষ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো ৫-০ গোলে।

প্রথমে কাজাখস্তান, এরপর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকেও হারিয়ে দেয় বাংলাদেশ। তাতে অবশ্য সেমি-ফাইনালও নিশ্চিত হয়ে যায় তাদের। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও ছাড় দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। 

 

বুধবার (২৩ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় পুল ‘বি’তে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার জালে ৫ গোল দেয় মামুনুর রশীদের দল। টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। 

 

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

 

প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষের ডেরায় সেভাবে হানা দেয়নি মিমো-আশরাফুলরা। তবে দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় তারা। তবে গোলরক্ষকের সোজা মেরে সুযোগ নষ্ট করেন আশরাফুল ইসলাম। 

 

ম্যাচের ডেডলক ভাঙতে সময় লাগে ৩৯ মিনিট। দারুণ এক রিভার্স হিটে শ্রীলঙ্কার গোলরক্ষকে পরাস্ত করেন রাকিবুল হাসান। এই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন রাকিবুল। 

 

আরও পড়ুন: কাজাখস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

 

৪৩ ‍মিনিটে ব্যবধান ৩-০ করেন ফজলে রাব্বি। প্রথম হিটে গোলরক্ষক আটকে দেয়ার পর ফিরতি হিটে গোল করেন রাব্বি। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে বাংলাদেশ।

 

ম্যাচের ৪৯তম মিনিটে বাইলাইন থেকে মোহাম্মদ শুভর হিটের পর গোলমুখ থেকে নিখুঁত টোকায় গোল আদায় করে নেন আরশাদ। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন নাঈম উদ্দিন। 

 

শেষ চারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পুল ‘এ’র রানার্সআপ দল। উল্লেখ্য, এএইচএফ কাপ হকিতে টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

]]>
সম্পূর্ণ পড়ুন