রোববার (৪ মে) দুপুরে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের কৃষাণি আসমা বেগমের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দেন উপজেলা কৃষক দলের নেতারা।
কৃষাণি আসমা বেগম জানান, কাজের সুবাদে তার স্বামী ঢাকা অবস্থান করছেন। এদিকে ক্ষেতের ধান কাটার উপযুক্ত হলেও শ্রমিক সংকট এবং ধান কাটা যন্ত্রের সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েন। পরে কৃষক দলের নেতাকর্মীরা আজ তার ধান কেটে ঘরে তুলে দিয়ে যায়। এসম তিনি কৃষি দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।
আরও পড়ুন: বিয়ের দাবিতে অনশনে থাকা ছাত্রীর বিরুদ্ধে মামলা
এ বিষয়ে তালতলী উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান বলেন, ‘আমরা সবসময় কৃষকের পাশে থাকার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান নিয়ে বিপাকে পড়া কৃষাণি আসমা বেগমের ধান কেটে ঘরে তুলে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। আমরা নতুন বাংলাদেশে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই।’