বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেয়ার সময় ১২০ জন শ্রমিকের বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে বিনা নোটিশে তাদের ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে ১২০ শ্রমিককে ছাঁটাইয়ের বিষয় জানতে পেরে পুরো কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। শ্রমিকরা এর প্রতিবাদসহ ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। পরে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সেখানে অবস্থান নিলে তীব্র যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: বগুড়ায় পরিবহন ধর্মঘট, ৩ আড়তে আগুন দিয়ে শ্রমিক বিক্ষোভ
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুরো এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপি সংঘর্ষে সেনাবাহিনীর কর্মকর্তা লে. মবিন, সেনা সদস্য সোহরাব, বাঁধন, মেহেদি, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর ও কারখানাটির শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় কারখানার সাত শ্রমিককে পুলিশ আটক করে।
পরে উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘গার্মেন্টসে শ্রমিক অসন্তোষের খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবির বিষয়ে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো।’
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের হামলায় সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’