শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা, একজনের ফাঁসি

৩ সপ্তাহ আগে
বরগুনায় ধর্ষণচেষ্টা ও দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ এপ্রিল) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি মো. ইলিয়াস পহলান বরগুনা সদর উপজেলার পূর্ব কেওয়াবুনি গ্রামের আবুল হোসেন পহলানের ছেলে।

 

এছাড়াও তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যা চেষ্টার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আরও পড়ুন: নেত্রকোনায় হত্যা মামলায় একজনের ফাঁসি, তিনজন খালাস

 

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার রোডপাড়া গ্রামের বাসিন্দা রিগান আক্তার তার ৩ বছর বয়সী কন্যা তাইফা ও প্রতিবেশী গোলাম খবিরের ছেলে ১৩ বছর বয়সী হাফিজুরকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রিগান আক্তারের ভগ্নিপতি ইলিয়াস পহলান ধর্ষণের উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করেন। এ সময় দুজনের ধস্তাধস্তিতে ঘুম ভেঙে যায় শিশু তাইফা ও হাফিজুরের। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে রিগান আক্তার, তাইফা ও হাফিজুরকে কুপিয়ে গুরুতর জখম করেন ইলিয়াস।

 

এতে ঘটনাস্থলেই মারা যায় হাফিজুর। আর উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে মারা যায় তাইফা। আর দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হন রিগান আক্তার। ঘটনার দিনই ইলিয়াসকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় তিনিই একমাত্র আসামি ছিলেন।

 

আরও পড়ুন: জনসম্মুখে ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে: জাতীয় ছাত্র সমাজ

 

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজুয়ায়া সিপু। তার দাবি, স্বল্প সময়ের ব্যবধানে এমন দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন