সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের দিন নিজের ভেরিফাইড ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন রাজীব। ক্যাপশনে লেখেন, অনেকদিন পরে এত এত ছবি তুললাম, এডিট করলাম। ১৪৩২ সাল শুরু করলাম ৯০ দশকের স্টাইলে।
আপলোড করা ৪০টি ছবির মধ্যে মেহজাবীন ও নির্মাতা রাজীবের বাবার দুটি ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
রাজীবের পোস্ট করা ছবিতে দেখা যায়, পহেলা বৈশাখের দিন লাল রংয়ে রুপালি পাড়ের শাড়িতে সেজেছিলেন মেহজাবীন। আর মেহজাবীনের শ্বশুর মানে রাজীবের বাবা পরেছিলেন সোনালি রংয়ের পাঞ্জাবি ও সাদা পাজামা।
আরও পড়ুন: মেহজাবীন-রাজীবের এমন ছবি আগে দেখেনি কেউ
ছবি দুটির ক্যাপশনে রাজীব লেখেন, বউ-শ্বশুরের বন্ধুত্ব।
আরও পড়ুন: সুখবর দিলেন মেহজাবীন
প্রসঙ্গত, বাঙালির প্রাণের উৎসব নববর্ষের দিন মেহজাবীন ও রাজীবের বাড়িতে ছিল নানা আয়োজন। সাজসজ্জা, পোশাক আর খাবারে ছিল শতভাগ বাঙালিয়ানার ছোঁয়া।
]]>