শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগে বিধবাকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

৪ সপ্তাহ আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বামীর মৃত্যুর পর জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগে এক বিধবা নারীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

এজাহার সূত্রে জানা যায়, নিহত কৃষ্ণা রাণীর স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার স্বামীর অংশের ৪০ শতক জমি কৃষ্ণা রাণীর নামে রেজিস্ট্রি করার কথা ছিল। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আসামি কমল চন্দ্র অধিকারীসহ অন্যান্য সহযোগীরা কৌশলে ভিকটিমের শরীরে স্যালাইন বা ইনজেকশনের মাধ্যমে বিষজাতীয় দ্রব্য প্রয়োগ করে তাকে হত্যা করে।

 

পরে নিহতের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

 

আরও পড়ুন: রংপুরে উল্টোপথে আসা বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

 

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য অভিযান চালায়। এর ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর ২০২৫ রাত ১০টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি বিশেষ দল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন পশ্চিম দলিরাম গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কমল চন্দ্র অধিকারী (২৮)কে গ্রেফতার করে। গ্রেফতার আসামির পিতার নাম মনোরঞ্জন চন্দ্র অধিকারী।

 

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন