শেষদিকে জমজমাট ঈদবাজার, প্রস্তুত হচ্ছে বিনোদন কেন্দ্রগুলোও

৩ সপ্তাহ আগে
রমজানের শেষের দিকে জমজমাট রংপুরের ঈদ বাজার। ক্রেতা বিক্রেতার হাক ডাকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সরগরম বিপণী বিতানগুলো। অন্যদিকে ঈদ সামনে রেখে প্রস্তুত রংপুরের বিনোদন কেন্দ্রগুলোও। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সতর্ক প্রশাসন।

ক'দিন পড়েই ঈদ। তাই পছন্দের রং ও ডিজাইনের পোশাক কিনতে ক্রেতাদের পদচারণায় মুখর রংপুরের বিপণি বিতানগুলো শুরুর দিকে তেমন বেচা বিক্রি না হলেও গত কয়েকদিন থেকে শপিংমলে বেড়েছে ভিড়।

 

ক্রেতাদের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি হরেক রকম পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। ক্রেতারা বলছেন, গতবারের তুলনায় অনেক নতুন নতুন পোশাক এসেছে। কিন্তু দাম তুলনামূলক বেশি।

 

আর বিক্রেতারা বলছেন, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে পোশাকের ডিজাইনে ও রঙে আনা হয়েছে ভিন্নতা। মানেও দেয়া হয়েছে জোর। ঈদ ঘনিয়ে আসায় বেচাকেনা জমে উঠছে।

 

আরও পড়ুন: পর্যটকদের বরণে প্রস্তুত রাঙ্গামাটির পর্যটনকেন্দ্রগুলো

 

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো। বেশিরভাগ পিকনিক স্পটের পাশাপাশি চিড়িয়াখানাকে রঙের আঁচড় দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিক রূপে। ঈদে দর্শনার্থীদের বাড়তি আকর্ষণে যুক্ত করা হয়েছে জেব্রা, অ্যারাবিয়ান ঘোড়া ও ইমু পাখি।

 

রংপুর চিড়িয়াখানার কিউরেটর আম্বার আলী তালুকদার বলেন, এখন চিড়িয়াখানাতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। রঙ ও সংস্কার করা হচ্ছে বিভিন্ন ভবন ও শিশুপার্ক।  

 

মানুষের নিরাপত্তা জোরদার করাসহ বাড়তি নজরদারি কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হাবিবুর রহমান বলেন, মানুষের নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

 

বিনোদনকেন্দ্রগুলোর পাশাপাশি সিনেমা প্রেমীদের জন্য সংস্কার করা হয়েছে রংপুরের সিনেমা হলগুলো।

]]>
সম্পূর্ণ পড়ুন