শেষ মুহূর্তের গোলে কোনোমতে হার এড়াল বসুন্ধরা কিংস

১ সপ্তাহে আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা তেমন ভালো কাটছে না বসুন্ধরা কিংসের। তাই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এই ম্যাচটি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো হেরে পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে মজিবুর রহমান জনির গোলে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রাদার্সের বিপক্ষে ১-১ ড্র করে কিংস। 

 

এই ড্রয়ে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে বসুন্ধরা। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে নতুন বছর শুরু করবে তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে ব্রাদার্স ইউনিয়নের।

 

নিজেদের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে তারা। তবে সতীর্থের থ্রু পাসের নাগাল দামাশেনো পাওয়ার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইডে বিপদমুক্ত করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।  

 

আরও পড়ুন: ২০২৫ সালে ব্রাজিলের সূচি

 

৩৮ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন রানা। কৌশিকের ক্রস বক্সে বুক দিয়ে নামিয়ে শরীর ঘুরিয়ে ডান পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সেনেগালের এই ফরোয়ার্ড।

 

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কিংস। কিন্তু রানার দেয়াল ভাঙতে বেগ পেতে হচ্ছিল তাদের। ম্যাচে ব্রাদার্সের জয় যখন অনেকটাই নিশ্চিত, তখনই গোল করেন জনি। অতিরিক্ত সময়ে দামাশেনোর ক্রসে গোলমুখ থেকে মাথা ছুঁইয়ে রানাকে পরাস্ত করেন জনি। এই গোলে স্বস্তির হার নিয়ে মাঠ ছাড়ে কিংস। 

]]>
সম্পূর্ণ পড়ুন