চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে হেনরি সিরিজ থেকে ছিটকে গেছেন। বিষয়টি এক বিবৃতি দিয়ে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। হেনরির বদলে নেওয়া হয়েছে ক্যান্টারবেরি পেসার জ্যাক ফকসকে।
জ্যাক ফকসকে প্রথম তিন ম্যাচের জন্য নেওয়া হয়েছিল। প্রথম দুই ম্যাচ খেলে এক উইকেট নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে সব মিলিয়ে ১০ ম্যাচে শিকার ১০ উইকেট, গত বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকও হয়েছিল এই পাকিস্তানের বিপক্ষে।
কাইল জেমিসন ও উইল ও’রোরকেকে প্রথম তিন ম্যাচের জন্য নেওয়া হয়েছিল। শেষ দুই ম্যাচের জন্য ও’রোরকেকে রাখা হয়েছে। প্রথম তিন ম্যাচের একটিতেও খেলেন তিনি, জেমিসন দুই ম্যাচ খেলে একটিতে ম্যাচসেরা হয়েছিলে। ক্রাইস্টচার্চ ম্যাচে ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত টেইলরের
নিউজিল্যান্ডের ২-১ ব্যবধানে এগিয়ে থাকা সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ মার্চ। দুদল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।
নিউজিল্যান্ড স্কোয়াড
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল হে, টিম রবিনসন, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, জ্যাক ফকস, ড্যারেল মিচেল, জেমস নিশাম, জ্যাকব ডাফি, উইল ও’রোরকে, বেন সিয়ার্স ও ইশ সোধি।
]]>