২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পারটেক্সের। তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়ায় তারা। তবে শেষ দিকে মাত্র ৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে। সেই ব্যাটিং ধসে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় দলটি। শেষ পর্যন্ত ১৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ভালো শুরু পায় শাইনপুকুর। উদ্বোধনী জুটি থেকে আসে ৭৩ রান। মইনুল তন্ময়ের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৫ রান। এরপর নিয়ন জামান, রহিম আহমেদরা ইনিংস বড় করতে পারেননি।
আরও পড়ুন: পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নেয়ায় 'দুশ্চিন্তায়' ভারত
এর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিয়েছেন রায়ান রাফসান। ৮৩ বলে তিনি করেছেন ৫৯ রান। ৫ চার ও ২ ছক্কায় সাজানো ছিলো তার ইনিংস। এছাড়া ৭১ বলে ৪৯ রানের ইনিংস খেলেন শাহরিয়ার সাকিব।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শাইনপুকুরের ব্যাটিং লাইন আপ। মাত্র ৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত তারা ম্যাচ হেরেছে ১৯ রানে।
স্কোরবোর্ডে ১৩ রান যোগ হতেই সাজঘরে ফেরেন মইনুল দীপ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। এ দিন ইনিংস বড় করতে পারেননি আদিলও। তবে তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন রুবেল মিয়া ও মোহাম্মদ রাকিব।
আরও পড়ুন: নাহিদ রানার গতি নিয়ে ভাবছে না জিম্বাবুয়ে
তৃতীয় উইকেট জুটি থেকে আসে ১২২ রান। রাকিব আউট হলে ভাঙে তাদের জুটি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৭ রান। এরপর উইকেটে থিতু হয়ে ফেরেন আহরার আমিন। ৪৯ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে।
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন রুবেল মিয়া। ১২০ বলে করেন সেঞ্চুরি। ৮ চার ও ২ ছক্কায় সাজানো ছিলো তার ইনিংস। এরপর সাব্বির রহমানের ১৫ বলে ২৭ ও মুক্তার আলীর অপরাজিত ৭ ১৪ রানের ক্যামিওতে ২৬৪ রানের সংগ্রহ পায় পারটেক্স। শাইনপুকুরের হয়ে ৩ উইকেট শিকার করেন শাহীন আলম।
]]>