মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়; এটি সকল নাগরিকের মৌলিক অধিকার। ইসলামী রাষ্ট্রব্যবস্থাই পারে সকল নাগরিকের চিকিৎসা সেবাসহ সকল নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডা. শফিউর রহমান, থানা জামায়াতের নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা অর্থ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ শাহজাহান, ইফতেখার সুজন, ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, জামায়াত নেতা শামিম হোসেন, সিরাজুম মনির কাফে, জালাল উদ্দিন পাঠান, আবুল বাশার ও মাজেদুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: একাত্তর ইস্যুতে জামায়াতের অবস্থান স্থায়ী, বিতর্কের সুযোগ নেই: আবদুল হালিম
অনুষ্ঠানে অসংখ্য নারী-পুরুষ, শিশু ও প্রবীণ নাগরিক আগারগাঁও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, ডেন্টাল বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ সহ ব্লাড গ্রুপিং, ডায়বেটিস চেকআপসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মোবারক হোসাইন বলেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই মানুষের সকল প্রকার দুঃখ-দুর্দশার কারণ। আর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সকল নাগরিকের মৌলিক অধিকার। তাই অধিকারহারা মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। তিনি ক্ষুধা, দারিদ্রমুক্ত ও গণতান্ত্রিক মূল্যবোধের নতুন বাংলাদেশ গড়তে সকলকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিদ্যমান ব্যবস্থায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত। ওষুধের দাম আকাশচুম্বী, হাসপাতালগুলোতে বিশৃঙ্খলাসহ বেপরোয়া সিট বাণিজ্যও রয়েছে। ইসলামী সমাজব্যবস্থায় স্বাস্থ্যসেবা হবে জনগণের মৌলিক অধিকার। রাষ্ট্রই সকল মানুষের স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেবে। তিনি দেশের চিকিৎসা খাতকে দুর্নীতি ও অনিয়ম মুক্ত করতে আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·