শেরপুরে রক্তাক্ত অবস্থায় কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
শেরপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হক (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ মে) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রাম থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজলুল হক একই গ্রামের মৃত সমেশ উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাপাড়া গ্রামের কৃষক ফজলুল হকের শনিবার (৩ মে) রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন রোববার সকালে তারই বাড়ির পাশের একটি কাঠবাগানে মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফজলুল হকের মরদেহ উদ্ধার করে।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, ফজলুল হকের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাইে তার মৃত্যু হয়েছে। নিহতের ময়না ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন: হাতিরঝিলে লেকের পাশে মিলল কিশোরীর মরদেহ


শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, নিহত ফজলুল হকের পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের আঘাতসহ তলপেট ও হাঁটুতে জখম রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন