গ্রেফতার জালাল মিয়া নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে জালাল মিয়ার বিরুদ্ধে। ওই বাজারের পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে জালাল মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলাটি দ্রুত আমলে নিয়ে স্থানীয় গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জালাল মিয়াকে মঙ্গলবার শেরপুর সদর এলাকা থেকে গ্রেফতার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি জালাল মিয়াকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জালাল মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন: ভোলায় স্বামীকে আটকে মারধর, স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
বুধবার (২ জুন) তাকে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগী ওই মানসিক ভারসাম্যহীন নারীকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে জালাল মিয়ার বিরুদ্ধে। ঘটনার সময় বাজারের পাহারাদার রেজাউল করিমসহ অন্যরা অভিযুক্ত জালাল মিয়াকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় কয়েকজন জালাল মিয়াকে চড়থাপ্পড় মেরে ছেড়ে দেন। পরে পুলিশ ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।