দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, দুই ভাই নিহত

১ দিন আগে
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই ভাই।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তামিম ডিজিটাল স্কেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজী বাড়ির শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় একরামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার পথে তারও মৃত্যু হয়।

 

আরও পড়ুন: ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

 

নিহতদের স্বজনরা জানান, মোশারফ ‘আলভী এন্টারপ্রাইজ’ নামে একটি পরিবহনে চাকরি করতেন। তাদের একটি পিকআপ বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। মালিক ফোন দিয়ে মোশারফকে জানালে তিনি ছোট ভাইকে নিয়ে গভীর রাতে গাড়ি উদ্ধারে যান। পিকআপটি তুলে সড়কের পাশে রাখার পর মোশারফ পেছনের চাকায় যন্ত্রাংশ লাগাতে গেলে হঠাৎ করে নোয়াখালীগামী ‘লাল সবুজ’ নামে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোশারফ মারা যান। গুরুতর আহত একরামকেও বাঁচানো যায়নি।

 

দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, ‘একটি অজ্ঞাত বাস পিকআপকে ধাক্কা দিয়েছে বলে খবর পাই। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে হাসপাতালে পাঠানো হয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন