পবিত্র কোরআনের শিক্ষায় যার পরিচিতি বিশ্বময়

১ দিন আগে
ব্রিটেনে দীন প্রচারে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি শায়খ কারি আহমদ হাসান। বিদেশের মাটিতে বাংলাদেশি আলেম কৃতিত্বের স্বাক্ষর রেখে লাল-সবুজের পতাকাকে সুমন্নত করছেন। পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন পুরো বিশ্বে।

সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান শায়খ আহমদ হাসান ব্রিটেনের একাধিক মসজিদে দীনের দাওয়াত দেন। পাশাপাশি বিভিন্ন মিডিয়ায় তুলে ধরেন ইসলামের সৌন্দর্য।

 

১৯৯১ সালে ইসলামিক কলেজ লন্ডনের হিফজ ও কিরাত বিভাগের শিক্ষক হয়ে পাড়ি জমান লন্ডনে। তারপর থেকে চষে বেড়ান দীনের দাওয়াত নিয়ে সর্বত্র। অনলাইন ও অফলাইনে দীনের দাওয়াতে ব্যস্ত সময় কাটান সব সময়।  

 

বর্তমানে খতিব হিসেবে আছেন ব্রিটেনের বেশ কয়েকটি মসজিদে-- দারুল আরকাম জামে মসজিদ, সেন্ট্রাল পার্ক জামে মসজিদ, ইসটহাম, বাইতুল আমান জামে মসজিদ, কেনটিস টাউন, টার্নারস রোড জামে মসজিদ।

 

ইসলামি আলোচক হিসেবে দীনের কথা তুলে ধরেন ইসলাম চ্যানেল টেলিভিশন, লন্ডনে। কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকেন দেশের সুণামধন্য টেলিভিশনে। লন্ডনে রেডিও টেলিভিশনে কোরআন এবং ইসলাম প্রচার উনার হাত ধরে শুরু হয়েছিলো।

 

লন্ডন থেকে প্রচারিত আন্তর্জাতিক কারিদের তিলাওয়াতের অনুষ্ঠান হাফলাতুল কোরআনের পরিচালক। বাংলাদেশ কারী সমিতি, হুফফাজুল কোরআনসহ অসংখ্য কোরআনের খেদমতে নিবেদিত প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত রয়েছেন। উনি শুধু আন্তর্জাতিক কারি ও শিক্ষক নন; একজন সুবক্তাও।

 

তার তেলাওয়াত সবাইকে বিমোহিত করে। তিনি ১৯৮৯ সালে দুবাই কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেন। কেরাতে মিশর, দুবাইসহ বিভিন্ন দেশের সনদ পেয়েছেন।

 

শায়খ আহমদ হাসানের চার ছেলে মেয়ে। এরমধ্যে ছেলে হাফেজ জাকারিয়া হাসান। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কিশোর হাফেজ। ব্রিটেনের বিভিন্ন টেলিভিশনে এবং সদ্য মিশর থেকে সনদপ্রাপ্ত হয়েছেন। সে তার বাবার কাছে পুরো কোরআন হিফজ করেছেন। পুরো পৃথিবীর বিভিন্ন দেশে শায়খ আহমদ হাসানের ছাত্ররা কৃতিত্বের সাক্ষর রেখে যাচ্ছেন।

 

শায়খ আহমদ হাসানের পূর্বপুরুষরা এ দেশে দীন প্রচারে ইয়েমেন থেকে আসেন। আত্মীয়স্বজন দেশ বিদেশের স্বনামধন্য আলেম। তার দাদা ছিলেন হজরত হাফেজ্জী রহ.-এর বিশিষ্ট খলিফা ও সিলেটের স্বনামধন্য আলেম মাওলানা কাজী ইব্রাহিম আলি (রহ.)। বাইতুল মোকাররমের খতিব হজরত মাওলানা উবায়দুল হক রহ. ও জামিরা ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আতহার আলি রহ.সহ অনেক দেশবরেণ্য আলেম তার নিকটাত্মীয়।

 

বিগত ৪০ বছর যাবৎ লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে খতমে তারাবি সুনামের সাথে পড়াচ্ছেন। কয়েক বছর ধরে তার ছেলে হাফেজ জাকারিয়া হাসানও বাবার সঙ্গে লন্ডনের বিভিন্ন মসজিদে তারাবি পড়াচ্ছেন।

 

শায়খ আহমদ হাসানের কিরাতের উস্তাদ দুবাই টেলিভিশনের সাবেক স্বনামধন্য কারি ও ইমাম শায়খ কারি আবু তায়্যিব হাফি.। তার হিফজ এবং দরসে নিজামির পড়াশোনা সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল রহ. মাদ্রাসা, জামিযা মাদানিয়া আংগুরা মোহাম্মদপুর এবং জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার সিলেটে। ইলমে কিরাত শিক্ষা, আন্তর্জাতিক কোরআন শিক্ষা কেন্দ্র দুবাই। ইংরেজি এবং জেনারেল শিক্ষা, টাওয়ার হামলেটস কলেজ লন্ডন। লন্ডনে তিনি জাতীয় শিক্ষা বোর্ডের ২৫ বছরের শিক্ষক ছিলেন।

 

তার স্বপ্ন ও আশা পবিত্র কোরআনের হাজার হাজার হাফেজ তৈরি করা এবং প্রত্যেক মুসলমানদের নামাজের তিলাওয়াত শুদ্ধ করার জন্য চেষ্টা করে যাওয়া। দীনের দাওয়াতের নিজের জীবন উৎসর্গ করে দেয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন