শেরপুরে ভুট্টাক্ষেত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

৬ দিন আগে
শেরপুরে নিখোঁজের দুদিন পর আনন্দ ইসলাম নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) দুপুরে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের পাশে দিকপাড়া এলাকার ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে আনন্দ ইসলাম শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। স্বজনরা অনেক খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।


রোববার সকালে একই ইউনিয়নের দিকপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেতে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজ আনন্দকে শনাক্ত করে তার পরিবার। নিহত আনন্দের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও পড়ুন: মোংলায় নদীতে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার


এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সকালে চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রাম থেকে আনন্দ নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে। ইতিমধ্যে সব কয়টি গোয়েন্দা সংস্থা মাঠে কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই আমরা হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।

]]>
সম্পূর্ণ পড়ুন