শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১ সপ্তাহে আগে
প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট গ্রহণ করায় শেখ হাসিনাসহ তার পরিবারের ১৮ সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ আদেশ দেন আদালত।

 

এর আগে ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউক থেকে প্লট গ্রহণ করায় শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

 

এ নিয়ে বিগত তিন দিনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৬টি মামলা করেছে সংস্থাটি। আর প্রথমবারের মতো দুদকের মামলায় আসামি হলেন সজীব ওয়াজেদ জয়। আলাদা দুই মলায় শেখ হাসিনা-জয়সহ সংশ্লিষ্ট ২৩ জনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: পূর্বাচলে প্লট বরাদ্দ /এবার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা করল দুদক

 

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা করে দুদক। 

 

পূর্বাচল নতুন শহরে শেখ পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম নিয়ে বিগত কিছুদিন ধরে অনুসন্ধান করে আসছিল দুদক।

 

আরও পড়ুন: প্লট দুর্নীতি : এবার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের ২ মামলা

 

এর আগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ক্ষমতার অপব্যবহার করার প্লট বরাদ্দের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির মামলা করে দুদক। রোববার (১২ জানুয়ারি) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি জানান।

 

তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একাধিক কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়েছে।

 

আরও  পড়ুন: পূর্বাচলে প্লট নেয়ায় শেখ হাসিনা-রেহানা পরিবারের বিরুদ্ধে মামলা

 

প্রসঙ্গত, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেয়া হয়।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন