শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৫ দিন আগে
ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।


দুদকের উপপরিচালক রেজাউল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে মিয়াজীর স্ত্রী নাজমা বেগম, মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর বিদেশ যাত্রাও নিষিদ্ধ করা হয়েছে।
 

আরও পড়ুন: সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ইউসিবির পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা


আবেদনে উল্লেখ করা হয়, সালাহ উদ্দিন মিয়াজী যশোর জেলার চাঁচড়া ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণসহ দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখল করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।


দুদকের দাবি, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা দেশ ত্যাগ করলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এ জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ জরুরি হয়ে পড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন