এই ম্যাচে জিতলেও এবারের লিগে তেমন ভালো অবস্থানে নেই কিংস। সাত ম্যাচের মধ্যে দুটি হার ও এক ড্র। টেবিলের শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে এখনও ৮ পয়েন্টে পিছিয়ে তারা।
আজ (১০ জানুয়ারি) মাঠে নেমেই লিড পায় ফকিরেরপুল ইয়ংমেন্স। দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার বাড়ানো সাধারণ বল রিসিভ করতে পারেননি কিংসের গোলরক্ষক শ্রাবণ। খানিক বাদেই অবশ্য সেই দায় মোচন করেছেন শ্রাবণ। রাফায়েল টুডুর জোরালো শট ঠেকিয়ে দলকে খেলায় টিকিয়ে রাখেন তিনি।
বসুন্ধরার ভাগ্য খোলে ৩১ মিনিটে রাব্বি হোসেন রাহুলকে ফাউল করে ফকিরেরপুলের তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে কার্ডের বিষয়টি মেনে নিতে পারেননি ফকিরেরপুলের খেলোয়াড়রা। মাঠেই এর প্রতিবাদ করেছেন তারা। কিন্তু কোনো লাভ হয়নি।
আরও পড়ুন: ঢাকাকে হারিয়ে সিলেটের প্রথম জয়
১০ জনের দলে পরিণত হওয়ার পর আর লড়াই-ই করতে পারেনি ফকিরেরপুল। তবে গোল পেতে ৬৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিংসকে। মজিবর রহমান জনির পাসে কিংসের অধিনায়ক জোনাথন ফার্নান্দেজ গেরো কাটান। ৭২ মিনিটে স্বাগতিকরা লিড পায় ফয়সাল আহমেদ ফাহিমের গোলে।
৭৫ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন রফিকুল ইসলাম। এরপর ৮৩ মিনিটে রাকিব গোল করলে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
]]>