নবাগত চিত্রনির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় নতুন এ সিনেমায় তুলে ধরা হবে দেশের দুনীর্তি আর সিন্ডিকেটসহ নানা সমস্যার কথা।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করার জন্য কলকাতার ছবিতে কাজ করার সুযোগ ছেড়ে দেন তিশা। ছেড়ে দেয়া কলকাতার ওই সিনেমার নাম ‘ভালোবাসার মরশুম’।
সিনেমাটিতে ‘থ্রি ইডিয়ট’খ্যাত অভিনেতা শারমান যোশির বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিশা বলেন,
আসলে বাংলাদেশের ‘সোলজার’ সিনেমা আর কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমা দুটির শুটিং শিডিউল একই সময়ে। তাই কলকাতার সিনেমাটাই ছেড়ে দিয়েছি।
তিশা আরও বলেন,
ভিসা জটিলতা ছিল। কিন্তু দুটি সিনেমার শুটিং শিডিউল একই হওয়ায় আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টা করিনি। তাছাড়া আমি বাংলাদেশের মেয়ে। দেশের কাজটিকেই অগ্রাধিকার দিয়েছি। আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক।
আরও পড়ুন: নতুন লুক প্রকাশ করে যে বার্তা দিলেন শাকিব খান
প্রসঙ্গত, ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ৫ অক্টোবর। এ সিনেমায় শাকিব ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান, এবিএম সুমনের মতো তারকারা।
]]>