হিন্দুস্তান টাইমস বলছে, শুটিং চলাকালীন সময়ে অভিনেতা আঙুলে চোট পেয়েছেন। সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। আহত হওয়ার পর বরুণকে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেও শুটিং বন্ধ করেননি অভিনেতা।
অভিনেতার শেয়ার করা ছবিতে দেখা যায়, বরফে আঙুল রাখছেন। ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, ‘আঙুলটা সারতে ঠিক কতটা সময় লাগতে পারে কেউ বলতে পারেন?’
আরও পড়ুন: আইসিইউতে জ্যাকুলিনের মা
শুটিং করার সময় বার বার বরুণের আহত হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা। বরুণের হাতে এই মুহূর্তে ‘বর্ডার ২’ এবং ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-র মতো কিছু সিনেমাও রয়েছে। এ ছাড়াও অভিনেতার ঝুলিতে ‘সানি সংস্কৃতি কী তুলসি কুমারী’ও রয়েছে।