শুক্রবার রাতেই তানজিন তিশাকে নিয়ে হাজির হচ্ছেন জায়েদ খান

১ সপ্তাহে আগে
নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টক শো নিয়ে হাজির হচ্ছে। এর নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এ অনুষ্ঠানেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখিয়েছেন জায়েদ। আর তার উপস্থাপনায় প্রথম পর্বেই অতিথি হয়ে আসছেন অভিনেত্রী তানজিন তিশা।

 

এ মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন জায়েদ। সেখানেই স্বদেশ ও প্রবাসী দর্শকদের জন্য সাজানো হয়েছে এ অনুষ্ঠানের প্রতিটি পর্ব।

 

অনুষ্ঠানটির আয়োজনে থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, আড্ডা, গান, প্রবাস জীবনের সংগ্রাম-সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

 

নতুন অনুষ্ঠান প্রসঙ্গে ঠিকানার সিইও মুশরাত শাহীন বলেন, এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়ার এক সাহসী পদক্ষেপ। আমাদের এই যাত্রায় জায়েদ খানকে পেয়ে আমরা গর্বিত।

 

আরও পড়ুন: এবার টিভির পর্দায় দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

 

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ প্রসঙ্গে জায়েদ খান বলেন, এটা আমার জন্য এক নতুন যাত্রা। এ অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের এমন কিছু জীবনের গল্প উপহার দিতে চাই, যা অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেয়ার মতো হবে।

 

আরও পড়ুন: আগামী ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

 

প্রসঙ্গত, ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আগামী শুক্রবার (৪ জুলাই)। নিউ ইয়র্ক সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচার হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন