শুক্রবার নতুন সূচিতে চলবে মেট্রোরেল

২ সপ্তাহ আগে
শুক্রবার মেট্রোরেল চলাচলের নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপকের (প্রশাসন) সই করা আদেশে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, নতুন সূচিতে ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটের পরিবর্তে উত্তরা উত্তর থেকে মেট্রোরেল ছাড়বে বিকেল ৩টায়। এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।


অন্যদিকে শুধু ওইদিন মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে; এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

 

আরও পড়ুন: কেন বদলে গেল মেট্রোরেলের টিকিটের নকশা?


এক্ষেত্রে প্রতিটি ট্রেন চলাচলে বিরতি থাকবে ১০ মিনিট।


উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিট থেকে 'সিঙ্গেল জার্নি টিকিট’ কেনা যাবে। একই সঙ্গে র‌্যাপিড পাস ক্রয় এবং এমআরটি অথবা র‌্যাপিড পাস টপ-আপ করা যাবে।


তবে মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতো অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন