গলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তবে তার দুই দিন আগেই কনস্টাসের দেশে চলে যাওয়ার ফলে এটা নিশ্চিত হয়েছে যে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হচ্ছে না তার। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট মনে করেছেন, ড্রেসিং রুমে বসে থাকার চেয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেললে বেশি ভালো হবে কনস্টাসের।
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে খেলবেন কনস্টাস। মূলত দুটি কারণে কনস্টাসকে দ্বিতীয় টেস্টে খেলানো হচ্ছে না। প্রথমত, সামনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে প্রয়োজন হতে পারে অস্ট্রেলিয়ার। সেজন্য তাকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। দ্বিতীয়টি হলো, প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রিজবেনের গ্যাবায় এখনও খেলার সুযোগ পাননি ১৯ বছর বয়সি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার নির্বাচকদের চাওয়া, দেশের টেস্ট ভেন্যুগুলোয় খেলার অভিজ্ঞতা থাকুক তরুণ ক্রিকেটারদের।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্সের না খেলার সম্ভাবনা বেশি, অধিনায়ক কে হবেন
বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে মেলবোর্নে অভিষেক হয় কনস্টাসের। চমকপ্রদ শটের মহড়ায় ফিফটি করে তিনি সাড়া ফেলেন দেন ক্রিকেট বিশ্বে। ওই সিরিজে ভালো পারফর্মেন্সের কারণে তাকে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ডাকা হয়েছিলো।
এবার উপমহাদেশ সফরে খেলার সুযোগ না পেলেও অস্ট্রেলিয়ার ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে চেন্নাইয়ে ও শ্রীলঙ্কায় আগেই ক্যাম্প করে গেছেন কনস্টাস। এই বছর অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরেও স্পিন খেলার দক্ষতা বাড়িয়ে নেয়ার সুযোগ থাকবে তার।