ড্যাপ বাস্তবায়নের কারণে ঢাকার ৮০ শতাংশ এলাকা অপরিকল্পিত থাকবে: রিহ্যাব

৩ ঘন্টা আগে
ড্যাপ বাস্তবায়নের কারণে ঢাকার ৮০ শতাংশ এলাকা অপরিকল্পিত থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর বাস্তবায়ন ও ড্যাপসহ নির্মাণ খাতের বিভিন্ন অসঙ্গতির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।

 

তিনি বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে ফার কমানোয় আবাসন খাতে নতুন বিনিয়োগ থমকে গেছে। ড্যাপ বাস্তবায়নের কারণে ঢাকার ৮০ শতাংশ এলাকা অপরিকল্পিত থেকে যাবে।

 

আরও পড়ুন: অনিয়ম-অর্থ আত্মসাৎ: রিহ্যাব থেকে কামাল মাহমুদকে বহিষ্কার

 

বেআইনি ড্যাপ অতিদ্রুত সংস্কার করার দাবি জানিয়ে তিনি বলেন, ভবনের আয়তন ও উচ্চতা কমে যাওয়ায় জমির মালিকরা ভবন নির্মাণে নিরুৎসাহিত হচ্ছে। ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ বাতিল করা হলে, আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

 

ড্যাপ আইন প্রণয়নের পর রিহ্যাবের পক্ষ থেকে ড্যাপ ও নির্মাণ বিধিমালা নিয়ে বার বার চিঠি দেয়া হলেও, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা ইমারত বিধিমালা বাস্তবায়ন করা না হলে, জমির মালিকসহ অংশীজনদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন