শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত
সাঁথিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ. লতিফ জানান, ভোরে কৃষকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে রাঙামাটিয়ায় থেমে থাকা অবস্থায় সাঁথিয়াগামী মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে করিমন উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পুলিশ পরিদর্শক আরও জানান, আহত পাঁচজনকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
]]>