কিশমিশ খাওয়ার কিছু নিয়ম এবং পদ্ধতি জেনে নিন-
১. পানি ভিজিয়ে খাওয়া: রাতে ঘুমানোর আগে এক মুঠো কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই ভেজানো কিশমিশ খান এবং সেই পানি পান করুন। এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে।
২. দুধের সঙ্গে কিশমিশ: এক গ্লাস গরম দুধের সঙ্গে কিছু কিশমিশ মিশিয়ে পান করতে পারেন। এটি রাতে ঘুমানোর আগে খেলে ভালো ঘুম হবে এবং শীতের সময় শরীর উষ্ণ থাকবে।
৩. স্ন্যাক্স হিসেবে কিশমিশ: শীতের সময় ক্ষুধা পেলে স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে কিশমিশ খেতে পারেন। এটি শরীরে তাৎক্ষণিক এনার্জি যোগায়।
৪. চায়ের সঙ্গে কিশমিশ: হালকা গরম চায়ে কয়েকটি কিশমিশ মিশিয়ে পান করুন। এটি শরীরকে উষ্ণ রাখে।
৫. মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া: কিশমিশ এবং মধু মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: শীতকালে চিয়া সিড খেলে কী হয় জানেন?
সতর্কতা-
অতিরিক্ত কিশমিশ খাওয়া এড়িয়ে চলুন। এতে শর্করার পরিমাণ বেশি থাকায় ওজন বৃদ্ধি হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে কিশমিশ খাবেন। শীতে দৈনন্দিন খাবারের তালিকায় কিশমিশ যোগ করলে এটি আপনাকে সুস্থ এবং সক্রিয় রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন: কাজু বাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা
]]>